অবাধ্য শহর

তোমার আকাশ জুড়ে আলোকিত আমি একা,
স্বপ্নগুলো ফিরে পেতে চাই না আমি,
বিরুদ্ধে তোমার আমার অবাধ্য শহর ।

তোমার আকাশ আমার চোখে ছড়িয়ে দাও
অলস কুয়াশার ভিতর অসহ্য এ ঘোড়,
এখন আমার পথের দুপাশে নীল এক আগুন
ছায়াদের গভীরে ছড়ায় এ নিস্তব্ধতায়,
বিরুদ্ধে তোমার আমার অবাধ্য শহর ।

নিস্তব্ধ শহর, একাকী আমি,
অস্তিত্বে খুঁজে পেয়ে,
ক্লান্ত শহর, অক্লান্ত এ মন,
খুঁজে পেতে চাই আমি,
বিরুদ্ধে তোমার আমার অবাধ্য শহর ।

তোমাকে ঘিরে পথগুলো সয়ে যায়
আলোকে চিনে নেয়, আমার শহর-
বিরুদ্ধে তোমার আমার অবাধ্য শহর ।

Comments

Post a Comment