ছোট হোক স্বপ্ন, বড় তার ভাবনা

রোল টানা কাগজের তিন ভাঁজে নৌকা,
রঙ পেন্সিলে আঁকা ছবি- ‘শান্ত নদী’
মিছে মিছে ডাক্তার, দাঁতে ভীষন যন্ত্রনা
ছোট হোক স্বপ্ন, বড় তার ভাবনা।
মাঠের উপর মাপঝোঁক দালানের স্তম্ভ
ছোটদের খেলা এখন বারান্দায় দোলল,
রেলিং ধরে গাড়ি গোনা একশতেই শেষ না
ছোট হোক স্বপ্ন, বড় তার ভাবনা।
কার্নিশে পড়ে আছে সার্পকরা পেন্সিল,
লাল গাড়ি, নীল ঘোড়া সবকটা ভাঙল
ইস্কুলে ফার্ষ্ট বয় পড়াটাই পারলনা
ছোট হোক স্বপ্ন, বড় তার ভাবনা।

Comments