দূর ঢাকা ও নিয়মের বাইরে

ব্যস্ততার আড়ালে
এইটুক সবুজ খুজি বলে
অসিম নীলের ভিতর
আর কোন মিটিং-মিছিল নেই।
সূর্য ডুবে- আধারের সিগনাল
বাড়তে দেইনি ট্রাফিক জ্যামে,
বৃষ্টির ফোটা তাই আটকে রাখে
সময়ের দরজা।
ছোটছোট আনন্দের দ্বীপে লিখা আছে-
ভালো থাকার গান। 

Comments