সাধারণ মানুষের জন্যই দেশ হোক উম্মুক্ত এবং স্বাধীন

খুব সহজে বলা যায়, লিখা যায়, করতে বলা যায়, উপদেশ দেয়া যায়, হ্যাসট্যাগ দেয়া যায়, কিংবা কথা চাপায়ও দেয়া যায়। দুই মিনিট খালি কাজটাই করা যায় না। আমার চোখে এইটুকু কমতি ছিল.. জীবনে লজিক্যাল হওয়ার কারণে অনেক জায়গায় ধরা খাইছি।

মানুষের একটা প্রবাদ শুনে খারাপ লাগত 'এই দেশে ভালো মানুষের কোন দাম নাই'। যখনই কিছু একটা করতে যাই, শুধু পরিচিতরাই না, বরং সমাজ, রাজনীতি, ধর্ম, ব্যবসা, শিক্ষা সব জায়গা থেকে অসহযোগিতা পাইতাম; 'এইগুলো করে লাভ নাই'। আমি ৫ টাকার অধিকার নিয়ে কতবার কত দরজায় গেছি, কত মানুষের সামনা সামনি সত্যিটা বলছি... সেটা যাই-ই বিশ্বাস করি বা যেই বিচার-ই পাইনা কেন। অবশ্য তার হিসেব বুঝে নেয়ার জন্যে সাথে যথেষ্ট মানুষ থাকত না। কারণ সবাই আগে দেখত স্বার্থ, পাওয়া না পাওয়ার অংক, কি আছে কি নাই তার প্রতিযোগিতা। আর কিছু মানুষতো দেশই থাকল না এইরকম দায়ভার নিবেনা ভেবে। কেউ কেউ আছে যারা শুধু চার দেওয়াল বা অনলাইন ফটকে আটকে থাকে এইটুক বলে 'জনগনের সাথে আছি'।

সোস্যাল মিডিয়ার মত অনেক মিডিয়াম এর উত্থান দেখেছি। তারপরও যখন একের পর এক মিথ্যা আসতে থাকে, তখন ডিসিশন নিলাম শুধু প্রকৃতি, সাধারণ মানুষ, খেলাধুলা আর বিনোদন ছাড়া কোথাও মানুষের সাথে সোস্যাল রিএকশনে যাবনা। গেলে সশরীরে যাব, কষ্ট করে যাব, পড়াশুনা করে যাব, বুদ্ধি নিয়ে যাব, ন্যায় আর পরিশ্রমের ফল নিয়ে যাব। সরকার, ক্ষমতাসীন, ডিসিশন ম্যাকার, শোষক, অন্যায়ের দোসর, দায়বদ্ধ মানুষদের বিপরীতে কথা বলার জন্য যেকোন জায়গায় যাব। লাল দিয়ে যাব, নীল নিয়ে যাব, কাল দিয়ে লিখে যাব, সাদা হয়ে যাব, প্রত্যেকটা কষ্টের হিসেব গুনে যাব।

ধন্যবাদ নতুন জেনেরেশনকে, আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে কোনটা সত্য, কোনটা অন্যায়। যখনই দেখা হবে ন্যায়ের কথা বলার জন্য অনেক কথা জমায় রাখলাম। ভালোবাসা রইল যারা অপশক্তিকে পক্ষপাত করে না নিজের স্বার্থের জন্য  ❤️

#alwayswithrightandtruth

Comments