মনটাই শুধু ভিজলনা

মনটাই শুধু ভিজলনা
ভিজল বারান্দার ফুল,
ছাদের উপর দাড়িয়ে থাকা কিশোরীর
চশমাটাই ভিজল।
ভালো লাগা জানলাটা আটকে
উঁকি দেয় আকাশী
কালো মেঘ আড়ালে, ঢেকে দিল পৃথিবীর।

রাস্তায় হাঁটল, ভিজলনা কপালের ঘাম
ছাতার নিচে জড়িয়ে থাকা তরুন
ভিজল ফিঁকে এক ব্যস্ততায়।
হাত ধরে সে আসতে পারতনা
তাই ভিজল প্রেমিক-প্রেমিকা
হয়ত ভালোবাসায়, হয়ত ব্যর্থতায়।
সবার মত আজ, ভিজতে থাকি আমিও।

Comments