সময় এখন, আছে বাকি অল্প

কখনও ভোরের বাতাসে ছুঁইনি নিরবতার আকাশ
ঘুমের ঘোরে হাঁটিনি পিচ্ছিল শিশিরের মাঠ,
সকাল হলেও বেলার পাখি হব কোনদিন
নেই কাজ, নেই ঘাম, দুপুরের ক্যান্টিন।
বন্ধুদের খোঁজ পাই কবে হবে আলাপোন
মিশ্রিত রোদ্দুর ফুটপাথ, হাঁটা হয়নি বিকেলে,
সময় নেই বলে ডাকিনি তোমায় কেন?
চায়ের কাপে আড্ডা হয়নি শেষ-
যানজট কাঁদা পথ দূর্গম, সন্ধ্যার মিছিলে।
বাড়ি ফের জনপথ লাল হয়নি সূর্য
রাত পোহালে আড়াল হয় সাদা মেঘ মিলনে।
ঘড়ি যেন বেজে উঠে টিক ঠিক শব্দে
নিশ্চুপ ঘুম কই সারাদিন কাটালে,
আলো নাই, বাতি আছে সব গল্প শুরু হোক
ভোর থেকে রাত বুঝি অপেক্ষায় থাকল।

Comments