আঙ্গুল চেপে কতটা স্মার্ট তুমি,
চোখের ইশারা বদলে
কতটা রঙ তুমি জানতে,
মুখে না বললেও জানি
চোখের ইশারা বদলে
কতটা রঙ তুমি জানতে,
মুখে না বললেও জানি
কে আসবে আর কে বাসছেনা ভালো,
রাতের ঘুমকে সঙ্গ দিতে
তাই ব্যস্ত থাকি আমি।
রাতের ঘুমকে সঙ্গ দিতে
তাই ব্যস্ত থাকি আমি।
সঙ্গে যাওয়ার পথটা আর খোলা নেই...
মোবাইল ফোনটা যখন নষ্ট হয়ে গেল
Comments
Post a Comment