স্মৃতি বাঁধা ক্রিকেট ও আমাদের গল্প

ঢাকার বহুতল দালানে চাপা পড়ে আছে আমাদের সেই উঠান; যেখানে আমি আর আমার ভাই প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতাম। ঐ খেলার প্রধান নিয়ম ছিল যে দল-যে প্লেয়ার সেইরকম ভাবেই বল কিংবা ব্যাট করতে হবে। তুমি যদি শচিন হও, তোমাকে শচিনের মতই খেলতে হবে। ঐখানে শচিনহয়ে মাহমুদাল্লাহর মত খেলার কোন সিস্টেম ছিলনা। তুমি বাঁহাতি ভেট্টরি হয়ে শোয়েব আক্তারের মত বলও করতে পারবেনা।

টি-টয়েন্টির এইরকম অনভিজ্ঞ খেলা দেখে মনে হল বাংলাদেশ টিম আমাদের মত ভালো প্লেয়ারদেরকে এইভাবে অনুকরন করতে পারে। এতে মান সম্মান হারানোর কিছু নেই।
আমরা ছোট দল, এইভাবেই আমাদের বড় হতে হবে।

ছোট উঠানে এখনও মন পড়ে থাকে আমার। এখনও চোখ আটকে থাকে লেগসাইড বিহীন ম্যাচে কিভাবে প্লেয়ারদের অনুকরন করে খেলতাম আমরা।
বলায় বাহুল্য দুজনের ম্যাচে অনেক জড় বস্তু ফিল্ডার ছিল, যেকারনে আমরা প্রায়ই স্লিপে ক্যাচ দিতাম।

Comments